Bangla Current Affairs 17th March 2023 – 17th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

17th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Bangla Current Affairs 17th March 2023 (17th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Bangla Current Affairs 17th March 2023 – 17th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. SIPRI রিপোর্ট 2023 অনুযায়ী ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানি দেশের তকমা পেলো।

2. হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে 781 কিমি দৈর্ঘ্যের গ্রীন ন্যাশনাল হাইওয়ে করিডোর প্রজেক্ট নির্মাণের জন্য ভারত এবং বিশ্ব ব্যাংক লোন চুক্তি করলো।

3. OpenAI, GPT-4 নামক নতুন জেনারেশন AI ল্যাঙ্গুয়েজ মডেল ঘোষণা করলো।

4. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর ফেব্রুয়ারি হলেন Harry Brook (পুরুষ দল) এবং Ashleigh Gardner (মহিলা দল)।

5. নিউজিল্যান্ডের Kermadec দ্বীপে 7.1 তীব্রতা বিশিষ্ট ভূমিকম্প অনুভূত হলো।

6. She Changes ক্লাইমেট ক্যাম্পেইনের জন্য ভারতের আম্বাসাডর হিসেবে Shreya Ghodawat কে নিযুক্ত করা হলো।

7. Honeywell এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Vimal Kapur কে নিযুক্ত করা হলো।

8. ক্লাউড গেমিং প্রোভাইডার Boosteroid এর সাথে লাইসেন্স চুক্তি করল মাইক্রোসফট।

9. RBI গভর্নর শক্তিকান্ত দাস কে ‘গভর্নর অফ দি ইয়ার’ 2023 খেতাবে পুরস্কৃত করলো সেন্ট্রাল ব্যাংকিং।

10. ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হতে চলেছেন Eric Garcetti.

আরও পড়ুন:

Leave a Comment