আলেকজান্ডার দ্য গ্রেট প্রশ্নোত্তর PDF – Alexander the Great Question Answer in Bengali

Rate this post

আলেকজান্ডার দ্য গ্রেট প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Alexander the Great Question Answer in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আলেকজান্ডারের বিশ্ব অভিযান ও তার দিগ্বিজয়ের গল্প PDF.

নিচে আলেকজান্ডারের ভারত আক্রমণ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মহান আলেকজান্ডার PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

আলেকজান্ডার দ্য গ্রেট প্রশ্নোত্তর PDF – Alexander the Great Question Answer in Bengali

১) আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?

উত্তর:- ম্যাসিডনের

২) আলেকজান্ডার এর পিতার নাম কি?

উত্তর:- রাজা লুই ফিলিপ

৩) আলেকজান্ডার এর শিক্ষকের নাম কী?

উত্তর:- অ্যারিস্টেটল

৪) আলেকজান্ডারের স্ত্রীর নাম কী?

উত্তর:- ক) ব্যাকট্রিয়ার রোক্সনা, খ) পারস্যের দ্বিতীয় স্টেটেইরা

৫) সেলুকাস কে ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের সেনাপতি

৬) নিয়ারকুস কে ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের নৌসেনাপতি

৭) আলেকজান্ডার কবে ভারতের মাটিতে পা রাখেন?

উত্তর:- ৩২৭ খ্রীস্টপূর্বে

৮) পুরু ও আলেকজান্ডারের যুদ্ধ কোথায় হয়?

উত্তর:- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে

৯) হিদাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়?

উত্তর:- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে হিদাস্পিসের যুদ্ধ আলেকজান্ডার ও কুরু রাজ্যের রাজা পুরুর মধ্যে হয়। আলেকজান্ডারের সেনাগন ঝিলাম নদীকে হিদাস্পিস বলত। সেই অনুসারে এই যুদ্ধের নাম হয় হিদাস্পিসের যুদ্ধ।

১০) আলেকজান্ডার কোন রাজাকে যুদ্ধে পরাজিত করেও তার সাথে বন্ধুত্বস্থাপন করে তার রাজত্ব ফিরিয়ে দেন?

উত্তর:- কুরু রাজ্যের রাজা পুরুকে

১১) কোন দূর্গ দখল করতে গিয়ে আলেকজান্ডার নিজেও আহত হন?

উত্তর:- মালব

১২) আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে কোন রাজা রাজত্ব করত?

উত্তর:- নন্দবংশের রাজা ধননন্দ। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে ধননন্দের সেনাবহরের কথা শুনে ভয় পেয়ে আলেকজান্ডারের সেনাবাহিনী  বিপাশা নদী অতিক্রম করে মগধ রাজ্যকে আক্রমণ করে নি। এজন্য ধননন্দকে ভারতের রক্ষাকর্তা বলা হয়।

১৩) আলেকজান্ডার কত সময় ভারতে ছিলেন?

উত্তর:- ১৯ মাস

১৪) আলেকজান্ডারের কোন সেনা আধিকারিক, যা তার বেতন তার দ্বিগুন বেতন পেতেন?

উত্তর:- সেনাপতি সেলুকাস

১৫) আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন?

উত্তর:- তৃতীয় দারায়ুস

১৬) মেগাস্থিনিস কার দুত ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের

১৭) মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কী?

উত্তর:- ইন্ডিকা

১৮) মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য।

১৯) আলেকজান্ডার কোন মহাকাব্যকে সবসময় নিজের কাছেই রাখতেন?

উত্তর:- হোমারের লেখা ইলিয়াড

২০) আলেকজান্ডার কবে কোথায় মারা যান?

উত্তর:- ৩২৩ খ্রীস্টপূর্বাব্দে জুন মাসে ব্যাবিলনে জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।

File Details:
File Name: আলেকজান্ডার দ্য গ্রেট প্রশ্নোত্তর [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive

Click Here to Download

Leave a Comment